Image

জেনে নিনঃ Facebook পেইজ'র এনগেজমেন্ট বাড়ানোর জন্য কেমন পোস্ট করা জরুরী ?

ফেসবুক বিজনেস পেজের পোস্ট এনগেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এক্ষেত্রে একমাত্র ভূমিকা রাখে কন্টেন্ট। আপনার কাস্টমারদের সাইকোলজি বুঝে কন্টেন্ট বানাতে না পারলে পোস্ট রিচ কমে যায়। ১৯৯৬ সালে বিল গেটস একটি রচনায় বলেছিলেন “Content is king” এবং ২০২০ সালের শেষ প্রান্তে এসেও “Content” still remains the king. তাহলে সঠিক কন্টেন্টই এনে দিতে পারে কাঙ্খিত পোস্ট এনগেজমেন্ট। আসুন কিছু উপায় জেনে নেই।

  • ফেসবুক বিজনেস পেজের এনগেজমেন্ট বাড়াতে হলে এমন ধরনের কনটেন্ট তৈরি করুন যা আপনার টার্গেট অডিয়েন্সরা পছন্দ করে।
  • ফেসবুক এখন পাব্লিক প্লেসের মতো। এখানে আপনার ব্রান্ডকে রিপ্রেজেন্ট করুক অভিনব উপায়ে। টার্গেট কাস্টমারের পছন্দ বা প্রয়োজনের দিকটা আকর্ষনীয়ভাবে বর্ণনা করুন।
  • এনগেজমেন্ট বাড়ানোর একটি সহজ উপায় হলো ফ্যান-ফলোয়ারদের প্রশ্ন করা। দুটো ফ্লেবার বা কালারের জিনিস দিয়ে তাদের পছন্দ কোনটি তা জানার চেষ্টা করা। তাতে করে ব্যবহারকারীরা কমেন্ট করতে থাকে।
  • লেখা জাতীয় পোস্ট থেকে ছবিযুক্ত পোস্টকে মানুষ বেশি পছন্দ করে। আকর্ষনীয় এবং যুতসই ছবি ব্যবহার করুন।
  • ফেসবুক কে কেবলমাত্র পণ্য বিক্রির মাধ্যম বানাবেন না! ব্যবসার বিভিন্ন গল্প তুলে ধরুন। সেরা কর্মী বা নতুন কর্মীদের পরিচয় দিন। ক্রেতাদের নানান ধরনের রিভিও নিয়ে পোস্ট করুন।
  • পোস্ট করার সময়গুলো নিয়ে একটু ভাবুন। কখন পোস্ট করলে লাইক-কমেন্ট বেশি আসে তা খুঁজে বের করুন। এটা বুঝে পোস্ট করলে ফেসবুক অ্যালাগারিদম আপনাকে বেশি অর্গানিক রিচ এনে দেবে।
  • ব্যবসার পাশাপাশি জাতীয় দিবস সহ নানান ধরনের সেলিব্রেটিং ডে গুলো নিয়ে পোস্ট করুন। ইমোশনাল ক্যাপশন বা গল্প জুড়ে দিন। মানুষের ইমোশনকে স্পর্শ করতে পারলে পোস্ট এনগেজমেন্ট বৃদ্ধি পায়।
  • অনেক বড় লেখা মানুষ পড়তে চায় না। তাই অল্প কথায় বেশি তথ্য দেওয়ার চেষ্টা করুন। দরকার হলে মূল বিষয়গুলো পয়েন্ট করে দিবেন।
  • সব কন্টেন্টের মধ্যে ভিডিও কন্টেন্ট সবথেকে জনপ্রিয়। তাই মাঝে মাঝে পণ্য বা সেবা নিয়ে ভিডিও কন্টেন্ট পোস্ট করুন।
  • মাঝে মাঝে মজা করার জন্য কিছু পোস্ট করুন। ফ্যান জাতীয় পোস্টে এনগেজমেন্ট বেশি হয়।
  • প্রতিটি ব্রান্ডের কিছু ইউনিক বিষয় থাকে। এই ইউনিক বিষয়টি ধরে রাখুন। যেমনঃ Aarong প্রোডাক্ট রিটার্ন পলিসি অন্য যেকোনো ব্রান্ড থেকে আলাদা। ঠিক সেইভাবে আপনার ইউনিক পলিসি তুলে ধরুন ক্রেতাদের কাছে।
  • ফ্যান-ফলোয়ারদের কমেন্টের রিপ্লাই দিবেন। মাঝে মাঝে কিছু কনটেস্টের আয়োজন করুন। যেখানে গিফট বা ডিসকাউন্ট দেওয়া হয়। এটাতে পোস্ট এনগেজমেন্ট অনেকগুণ বৃদ্ধি পায়।

আপনার বিজনেসের জনপ্রিয় পণ্য বা সেবার ব্যাপারে বেশি বেশি পোস্ট করুন৷ যেসব ক্রেতা নিয়মিত পণ্য বা সেবা নেয় তাদের নিয়ে পোস্ট করুন। বাংলায় একটি প্রবাদ আছে, “অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি।” তাই বিজনেসে সফল হতে হলে লেগে থাকুন। নিয়মিত পোস্ট করতে থাকুন। একটা সময় নিজেই বুঝতে পারবেন আপনার কাস্টমার ঠিক কি কি পছন্দ করে। অর্গানিক পোস্ট এনগেজমেন্টের সাথে সাথে বেড়ে উঠুক আপনার বিজনেস।

Leave A Comment